লস এঞ্জেলেস

রিভারসাইডে দাবানলে মৃত ২, আহত ১

রিভারসাইড কাউন্টির সিটি অব হেমেটে দাবানলের সূত্রপাত হয়ে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু হয়েছে ও ১ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। এছাড়া আগুনে সাতটি ভবন বিনষ্ট হয়েছে ও আরও কিছু ভবন পুড়েছে। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুপুর ২টায় এই আগুনের ফেয়ারভিউ ফায়ার এর সূত্রপাত ঘটে। এ পর্যন্ত আগুনে ২ হাজার একর জমি পুড়ে গেছে। রাত ১০টা পর্যন্ত মাত্র ৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইতোমধ্যে স্টেটসন অ্যাভিনিউ এর দক্ষিণে, ক্যাকটাস ভ্যালি রোডের উত্তরে ও স্টেট স্ট্রিটের পূর্ব পাশে ১৫০০ বাড়ির বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সময়ের সাথে-সাথে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বাসিন্দারা অন্যত্র সরে যায়। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে যায় বাসিন্দারা। ইতোমধ্যে বাসিন্দাদের জন্য ৪৪২৫ টাইটান ট্রেইলের টাহকুইটজ হাই স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পোষাপ্রাণীদের জন্যও আলাদা শিবির প্রস্তুত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা হেলিকপ্টার এবং বিমানযোগে কাজ করে যাচ্ছে৷ এছাড়া ভবন ও বাড়ি সুরক্ষায় প্রোটেকশন লাইন গড়ে তুলছে। তবে তাপমাত্রা বেশি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। এর সাথে যুক্ত হওয়া ধোঁয়া ও বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম