লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া প্রবাসীদের উদ্যোগে লস এঞ্জেলেসে ওসমানীর জন্মবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এমএজি ওসমানীর ১০৪তম জন্মদিন উপলক্ষে ক্যালিফোর্নিয়া প্রবাসীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার লস এঞ্জেলেসের ইন্ডিয়া'স ক্লে পিট রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন ক্যালিফোর্নিয়া প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশিষ্ট কমিউনিটি নেতা ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া।  

বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, কমিউনিটি নেতা আব্দুল বাসিত, তৌফিক সুলাইমান খান তুহিন ও নজরুল আলম।
বক্তারা বলেন, যত সময় যাচ্ছে ইতিহাস বিকৃত হচ্ছে; একসময় ওসমানীকে বঙ্গবীর বলা হতো এখন তা-ও বলা হয় না তেমন একটা।  জেনারেল ওসমানী যেন ইতিহাস থেকে মুছে যাচ্ছেন! ইতিহাস বিকৃতির মাধ্যমে তাঁকে যেন ভুলিয়ে দেওয়া হচ্ছে! নতুন প্রজন্ম এই বীর পুরুষ সম্পর্কে জানার সুযোগ কমে যাচ্ছে যাচ্ছে দিনদিন। এই বীর পুরুষের জন্মদিন কিংবা মৃত্যু দিবসে রাষ্ট্রীয় কোন কর্মসূচি দেখি না, যা অত্যন্ত দুঃখজনক।

সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বাফলা  প্রেসিডেন্ট সিপার চৌধুরী, ডা: আবুল হাসেম, বীর মুক্তিযুদ্ধে আব্দুল হান্নান ও গোলাম রব্বানী চৌধুরী।

দোয়া পরিচালনা করেন আনোয়ার হোসেন রানা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মিলে জন্মদিনের কেক কাটেন।    এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]