লস এঞ্জেলেস

অভিবাসীদের স্টেট আইডি সুবিধা সহজ করে আইন পাশ

বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের স্টেট আইডি তৈরির সুযোগ সৃষ্টি করে দিতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নতুন এক আইনে স্বাক্ষর করেছেন গভর্নর গেভিন নিউসাম। যারা গাড়ি চালান না বা গাড়ির লাইসেন্স নেই, তাদের জন্য এই আইনটি পাশ করা হয়েছে। বিভিন্ন স্টেট প্রোগ্রামে অভিবাসীরা যেন আরও বেশি সুবিধা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই আইনটি পাশ করা হয়েছে। উদাহরণস্বরূপ স্ট্রিট ভেন্ডররা এখন স্টেট আইডি কার্ডের মাধ্যমে সহজেই স্থানীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। এছাড়া পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটির ইনস্টেট টিউশন ফি'র ক্ষেত্রে আরও উন্নত সেবা পেতে যাচ্ছেন বৈধ কাগজপত্রহীন শিক্ষার্থীরা। সমালোচকেরা এই আইনের বিরুদ্ধে সমালোচনা করে জানান যে যারা অবৈধভাবে এই দেশে ঢুকেছে তাদের সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া নতুন স্টেট আইডির খরচ নিয়েও উদ্বিগ্নতা প্রকাশ করেন তারা। এলএবাংলাটাইমস/ওএম