লস এঞ্জেলেস

দাহ্য পদার্থ ছড়িয়ে ২ দমকলকর্মীসহ অসুস্থ ৯

কন্টেইনার রিসাইক্লিং সেন্টার থেকে দাহ্য পদার্থ ছড়িয়ে ৭ জন সাধারণ নাগরিক ও দুইজন দমকলকর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জুরুপা ভ্যালির ভায়া ক্যারোর ২২০০ ব্লকের কাছে এক ভবনে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১০ টা ১৫ মিনিটে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় দাহ্য পদার্থ নিয়ন্ত্রণকারী দলটি। উদ্ধারকারী দলটি ঘটনাস্থলে এসে একজনকে মাটিতে লুটানো অবস্থায় উদ্ধার করে এবং জানতে পারে ভবনে বিপদজনক দাহ্য পদার্থ ছড়িয়ে গেছে। রিভারসাইড কাউন্টি ফায়ার ব্যাটেলিয়ন প্রধান অ্যান্ড্রু কিবি জানান, অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আরও ৬ জনকে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা অজানা। তিনি জানান, অগ্নি নির্বাপক দলটি রিসাইক্লিং সেন্টারে ঢুকে এক কোণায় কন্টেইনারে বিষাক্ত দাহ্য পদার্থ পড়ে থাকতে দেখে। পরীক্ষার পর সেখানে বিষাক্ত ক্ষতিকর পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। কিবি জানান, এই বিষাক্ত পদার্থ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে রেসপিরেটোরি সমস্যা দেখা দিতে পারে। তিনি জানান কর্মীরা বিষাক্ত ক্যামিকেল কন্টেইনারের মুখ খোলার পর সেটি ছড়িয়ে পড়ে ও অনেকের নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে যায়। এতে এরা অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত এই ক্যামিকেলের কারণে দুইজন অগ্নি নির্বাপক কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন। কিবি জানিয়েছেন, এখন জনসাধারণের কোনোরকম ক্ষতির সম্ভাবনা নেই। বিষাক্ত এই ক্যামিকেলটি শুধু ব্যবস্থাপ্রতিষ্ঠানেই ছড়িয়েছে, বাইরে কোথাও ছড়ায়নি। এলএবাংলাটাইমস/ওএম