লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবারও বাড়ছে জ্বালানির মূল্য

লস এঞ্জেলেসে টানা কয়েক সপ্তাহ ধরে কমার পর আবারো জ্বালানির মূল্য বাড়তে শুরু করেছে। বর্তমানে ১ গ্যালন সেলফ সার্ভিস গ্যাসোলিনের মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৬২ সেন্ট। গত এক সপ্তাহে জ্বালানির মূল্য বেড়েছে ২০ সেন্ট। এর আগে কয়েক সপ্তাহ ধরে সর্বোচ্চ রেকর্ড থেকে কমে আসে মূল্য। সাউদার্ন ক্যালিফোর্নিয়া অটোক্লাবের মুখপাত্র ডগ শ্যুপ জানান, পরিশোধন বাড়ার পর পাম্পগুলোতে আবারও পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। এই অবস্থা থেকে ফিরে আসতে আরও কিছুদিন সময় লাগবে। পরিশোধন কার্যক্রমে পরিকল্পনা এবং সমন্বয়হীনতার কারণে জ্বালানির দাম বেড়েছে বলে দাবি করেন ডগ। আগামী নভেম্বর মাসের দিকে এই মূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। এলএবাংলাটাইমস/ওএম