লস এঞ্জেলেস

আততায়ীর ছুরির আঘাতে আহত ডেপুটি

আততায়ীর গুলিতে আহত হয়েছেন সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক সদস্য। পুলিশের গুলিতে ওই হামলাকারীও আহত হোন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর গাড়ি তল্লাশীর সময় ওই ব্যক্তি ডেপুটির উপর হামলা করে। র‍্যাঞ্চো কুকামনগা এলাকার ফুটহিল বোলেভার্ড অ্যান্ড রোকেস্টার অ্যাভিনিউ এর কাছে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, একটি পার্কিং লটে গাড়িতে তল্লাশী অভিযান চালাচ্ছিল ডেপুটি সদস্যরা। এমন সময় এক ব্যক্তি সরাসরি ডেপুটির উপর গাড়ি তুলে দেয়। এরপর ছুরি নিয়ে ডেপুটির উপর হামলা করে। স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, গাড়ি তল্লাশীর সময় এক ব্যক্তি ডেপুটির উপর ছুরি সহযোগে হামলা করে। এরপর ডেপুটি বন্দুক বের করে ওই হামলাকারীর উপর গুলি ছোঁড়ে। পরে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। হামলাকারীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। আর ডেপুটি পায়ে আঘাত পেয়েছেন। তার শারীরিক অবস্থাও আশঙ্কামুক্ত। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম