লস এঞ্জেলেস

ট্যাক্স রিফান্ডের অর্থ প্রদান শুরু শুক্রবার

চলতি সপ্তাহ থেকে ক্যালিফোর্নিয়ার মিডল ক্লাস ট্যাক্স রিফান্ডের অর্থ প্রদান শুরু হচ্ছে। ট্যাক্স রিফান্ডের জন্য মনোনীত লক্ষাধিক ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সর্বোচ্চ ১ হাজার ৫০০ ডলার করে অর্থ পাবেন। ট্যাক্স রিফান্ডের অর্থ চলতি সপ্তাহের শুক্রবার (০৭ অক্টোবর) থেকে প্রদান শুরু হবে। প্রায় ২৩ মিলিয়ন করদাতা এই অর্থ পাবেন। আয়ের উপর ভিত্তি করে নির্ধারিত অঙ্কের অর্থ প্রদান করা হবে। ট্যাক্স ডেডলাইন: ২০২০ টেক্সাসের উপর ভিত্তি করে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট দেওয়া হবে। ফ্র‍্যাঞ্চাইস ট্যাক্স বোর্ড জানায়, ২০২১ সালের অক্টোবর ১৫ এর মধ্যে ট্যাক্স দাখিল করা থাকবে হবে। তবে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কেউ ট্যাক্স দাখিল না করে থাকেন, তবে এই পেমেন্ট পাওয়া যাবে না। তবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই ও ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারসহ দাখিল করা ট্যাক্সপেয়ারের আবেদনের ক্ষেত্রে পার্থক্য আছে। এফটিবি জানায়, কেউ যদি ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার জন্য আবেদন করেছে কিন্তু অক্টোবর ১৫ তারিখের মধ্যে সেটি না পেয়ে থাকে, তবে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ২০২০ এর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। রেসিডেন্সি স্ট্যাটাস: ইনফ্লেশন পেমেন্ট পেতে ক্যালিফোর্নিয়ার রেসিডেন্সি স্ট্যাটাস থাকতে হবে। এর জন্য ২০২০ সালে কমপক্ষে ছয়মাস ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে, বর্তমানে এখানে বাস করার পরিকল্পনা থাকতে হবে এবং ২০২২ সালেও ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে। ডিপেন্ডেন্সি স্ট্যাটাস: ২০২০ সালে কেউ যদি ডিপেন্ডেন্ট হিসেবে নিজেকে দাবি করে, তবে এই ট্যাক্স রিফাণ্ড কেউ পাবেন না। এ ক্ষেত্রে যারা দুই বছর আগে ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এই বছর থেকে স্বাবলম্বী, তারা এই রিফাণ্ড পাচ্ছেন না। আয়ের পরিমাণ: ক্যালিফোর্নিয়ার উচ্চ আয়ের কোনো নাগরিক এই অর্থের টাকা পাবেন না। ইন্ডিভিজ্যুয়াল আবেদনকারীর জন্য আয়ের সর্বোচ্চ সীমা ২ লাখ ৫০ হাজার ডলার। আর দ্বৈত আবেদনকারীর জন্য এই আয়ের সীমা ৫ লাখ ডলার। তবে বার্ষিক আয় যদি ২ লাখ ৫০ হাজারের বেশি হয় কিংবা দ্বৈত আবেদনকারীর ক্ষেত্রে আয় যদি ৫ লাখ ডলারের বেশি হয়, তবে এই ডিরেক্ট পেমেন্ট পাবেন না। এক্ষেত্রে মনে রাখতে হবে, ২০২২ সালের ট্যাক্স রিফাণ্ড নয় বরং ২০২০ সালের ট্যাক্স রিফাণ্ড দাখিল মোতাবেক এই অর্থ দেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম