লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কমেছে গ্যাসোলিনের গড় মূল্য

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে কমেছে সেলফ সার্ভিস গ্যাসোলিনের মূল্য। সর্বোচ্চ মূল্যের রেকর্ডের দুই দিন পর বড় মূল্যহ্রাস হয়েছে। ৬ আগস্টের পর এটিই সর্বোচ্চ মূল্যহ্রাস। লস এঞ্জেলেস কাউন্টির গড় মূল্য ৩ দশমিক ৩ সেন্ট কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ৪৫৮ সেন্টে। আর অরেঞ্জ কাউন্টিতে ৩ দশমিক ৭ সেন্ট কমে যেয়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ৩৯৯ সেন্টে। ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস এবং আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) তথ্যটি নিশ্চিত করেছে। তবে এখনও লস এঞ্জেলেস কাউন্টির গড় মূল্য ১ সপ্তাহ আগের থেকে বেশি রয়েছে ৭ দশমিক ৫ সেন্ট, ১ মাস আগের থেকে বেশি রয়েছে ১ ডলার ১৪৭ সেন্ট এবং ১ বছর আগের থেকে মূল্য বেশি রয়েছে ২ ডলার ০২৭ সেন্ট। তবে জাতীয়ভাবে গ্যাসোলিনের দাম ১৭ দিনে ১৬ বার ২ দশমিক ৪ সেন্ট বেড়ে হয়েছে ৩ ডলার ৮৯১ সেন্ট। ১ সপ্তাহ আগের থেকে জাতীয় গড় মূল্য বেশি আছে ৯ দশমিক ৪ সেন্ট, ১ মাস আগের থেকে মূল্য বেশি আছে ১২ দশমিক ৭ সেন্ট এবং ১ বছর আগের থেকে বেড়েছে ৬৪ দশমিক ৭ সেন্ট। এলএবাংলাটাইমস/ওএম