লস এঞ্জেলেসের গ্রিফিথ পার্কে শনিবার (৮ অক্টোবর) বিকেলে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গাড়ি চাপা দেওয়ার পরই ওই গাড়ির চালক পালিয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ির চালকের আসনে একজন নারী ছিলেন। তার মাথার চুল ছোট আর বয়স ৪০ এর মতোন।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট অফিসার শ্যাভেজ জানান, ফার্ন ডেল ড্রাইভের ২৩০০ ব্লকের কাছে ৩টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তি অচেতন অবস্থায় রাস্তার মাঝখানে পড়ে আছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে সকাল ৯টায় জানানো হয় যে দুর্ঘটনার শিকার ব্যক্তি মারা গেছেন।
এদিকে চালকের আসনে থাকা নারীকে খুঁজছে পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম