লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে মৃত ১

লস এঞ্জেলেসের উইলমিংটনে মঙ্গলবার (১১ অক্টোবর) ভোররাতে পুলিশের গুলিতে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ঘটনারব তদন্ত করে দেখছে। পোর্ট অব লং বিচের একটি শিল্পাঞ্চলের কাছে কুইয়ে অ্যাভিনিউ এবং ইস্ট ই স্ট্রিটের ইন্টারসেকশনের কাছে  পুলিশ একটি সাহায্যের আবেদন পেয়ে উপস্থিত হয়। ভোররাত সাড়ে ৩টার দিকে পুলিশের কাছে কলটি আসে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গুলিতে মৃত ব্যক্তিটি প্রথমে পুলিশের উপর গুলি চালায়। এর বেশি বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ। মৃত ব্যক্তি পুলিশের গুলিতেই মারা গেছে নাকি নিজের গুলিতে আহত হয়ে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম