ক্যালিফোর্নিয়ায় আইন করে বৈধ করা হলো গাড়িতে ডিজিটাল লাইসেন্স প্লেট এর ব্যবহার। নতুন এই প্রযুক্তি বেশ কিছু সুবিধা নিয়েও এসেছে।
অ্যাসেম্বলিমেকার লরি উইলসন AB984 শীর্ষক বিলটি প্রস্তাবনা করেন। অক্টোবরের ৫ তারিখ গেভিন নিউসাম এটিতে স্বাক্ষর করেন।
এর আগে ২০১৮ সালে পরীক্ষামূলকভাবে ১ লাখ ৭৫ হাজার গাড়িতে ব্যবহার করার সুযোগ দিয়েছিল। এখন লাইসেন্সধারী সকল গাড়ির চালক এটা ব্যবহার করতে পারবে।
ডিজিটাল লাইসেন্স প্লেটের সাথে একটি অ্যাপ সংযুক্ত থাকবে ও চালক গাড়ির লোকেশন, নিরাপত্তা ফিচার, হারানো গাড়ির রিপোর্ট এর মাধ্যমেই করা যাবে। আর রেজিস্ট্রেশন রিনিউ করা যাবে অ্যাপসের মাধ্যমেই।
ডিজিটাল নাম্বার প্লেটের দুইটি ভার্সন রয়েছে। একটি ব্যাটারি চালিত এবং আরেকটি হার্ডওয়্যার্ড ভার্সন।
এলএবাংলাটাইমস/ওএম