লস এঞ্জেলেস

ওকলাহোমায় নিখোঁজ ৪ ব্যক্তির মৃতদেহ নদী থেকে উদ্ধার

ওকলাহোমা সিটির অদূরে একটি নদী থেকে নিখোঁজ চার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) এই মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে ওকলাহোমার স্থানীয় চার ব্যক্তি নিখোঁজের পর উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। তবে নিখোঁজ ৪ ব্যক্তির লাশই নদীতে পাওয়া গেছে কী না, সেটি নিশ্চিত করার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তদন্তকারী দল জানায়, নিখোঁজ ৪ জন বাইসাইকেলে করে শহর থেকে বের হয়। এরপর গত রবিবার সন্ধ্যা থেকে তারা নিখোঁজ রয়েছে। মৃত চার ব্যক্তি কীভাবে মারা গেছেন তা এখনও নিশ্চিত করে জানায়নি পুলিশ। পরীক্ষা করার পর তা জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনা সন্দেহজনক। পানিতে পরার আগে অন্য কোনো ঘটনা আঁচ করছেন তারা। এলএবাংলাটাইমস/ওএম