লস এঞ্জেলেস

জালালাবাদ এ্যাসোসিয়েশনের জেনারেল মিটিং আহ্বান

আগামী ২৪ অক্টোবর ২০১৫ তারিখ শনিবার লস এঞ্জেলেসের “জালালাবাদ এসিাসিসেশন অফ ক্যালিফোর্নিয়া” র জেনারেল মিটিং আহবান করা হয়েছে । এ মিটিংয়ে সঙ্ঘঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মিটিং এর এজেন্ডা সমূহ হলোঃ
# নতুন আক্সিকিউটিভ কমিটি গঠনের পক্রিয়া ।
# নির্বাচন কমিশনার সিলেকশন ।

স্থানঃ Anarbagh Restaurant
22721 Ventura Blvd Woodland Hills, CA 91364 ।

তারিখঃ ২৪ অক্টোবর ২০১৫ শনিবার,

সময়ঃ রাত ১০.৩০

উক্ত সভায়  অংশ নেয়ার জালালাবাদ কমিউনিটির সকল সদস্যকে জন্য আমন্ত্রণ জানিয়েছেন
জনাব মাহাতাব আহমেদ(সভাপতি) ও
বদরুল এ চৌধুরী শিপলু (সাধারণ সম্পাদক) ।