লস এঞ্জেলেস

হলিউডে ছুরিকাঘাতে আহত ২, পলাতক হামলাকারী

হলিউডে সোমবার (৩১ অক্টোবর) রাতে ছুরি হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। আর সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, হলিউড বোলেভার্ড অ্যান্ড হোয়াইটলি অ্যাভিনিউ-এ রাত ১০টার দিকে হামলাটি হয়। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট পুলিশ অফিসার লোপেজ। হামলার শিকার দুইজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, হামলাকারীর বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে এবং সে একজন হিস্প্যানিক। হামলার পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম