আর্টেসিয়ার ৯১ ফ্রিওয়েতে ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চালকদের ওই রাস্তা বেশকিছু সময়ের জন্য এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৬টায় আর্টেসিয়ার পাইওনির বোলেভার্ডের ৯১ ওয়েস্টবাউন্ড ফ্রিওয়ের দিকে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার ফলে ওই ফ্রিওয়েতে দীর্ঘ গাড়ির যানজট লেগে যায়। বেশকিছু সময়ের জন্য ফ্রিওয়েটি বন্ধ রাখা হবে।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম