লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে নির্বাচন উপলক্ষ্যে বাস, ট্রেনের ভাড়া মওকুফ

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোটারদের জন্য লস এঞ্জেলেস কাউন্টি মেট্রো বাস, ট্রেন এবং অন্যান্য বাহন বিনামূল্যে করে দিয়েছে। ২০১৯ সাল থেকে ভোটারদের উৎসাহ দিতে ফেডারেল ও স্টেট নির্বাচনে দ্য মেট্রোপলিটন অথোরিটি স্থানীয় পোলিং প্লেসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ করে দিচ্ছে। ভোট-বাই-মেইল ড্রপ বক্স যেসব স্থানে পাওয়া যাবে: ইস্ট পোর্টাল এল মন্টে বাস স্টেশন জে লাইন (প্লাজা এরিয়া) হার্বর ফ্রিওয়ে স্টেশন সি অ্যান্ড জে লাইন্স (পার্ক অ্যান্ড রাইড এরিয়া) হার্বর গেটওয়ে ট্রানজিট সেন্টার জে লাইন হলিউড/ওয়েস্টার্ন স্টেশন বি (রেড) লাইন নর্থ হলিউড স্টেশব বি (রেড) লাইন নরওয়াক স্টেশন সি লাইন উইলশায়ার/ভেরমন্ট স্টেশন বি (রেড) এবং ডি (পার্পল) লাইন ফ্রি রাইড মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে। এছাড়া মেট্রো বাইক শেয়ার ও মেট্রো মাইক্রো চালু থাকবে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন- metro.net/govote মেট্রো বাইক শেয়ারে ৩০ মিনিট ফ্রি রাইড দেওয়া হবে। এর পরের ৩০ মিনিটের জন্য ১ ডলার ৭৫ পয়সা ধার্য্য করা হবে। যারা এই সুযোগ গ্রহণ করতে চান তাদের ১১০৮২২ নাম্বারে ডায়াল করতে বলা হয়েছে। মেট্রো মাইক্রো ইউজারদের Vote2022 কোড ব্যবহার করতে হবে। নভেম্বরের ৮ তারিখ সকল মেট্রো মাইক্রো জোনে ফ্রি রাইড অব্যাহত থাকবে। এলএবাংলাটাইমস/ওএম