লস এঞ্জেলেস

আবারও ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হচ্ছেন নিউসাম

ক্যালিফোর্নিয়ার রি-ইলেকশনে জয় লাভ করে দ্বিতীয় মেয়াদে গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন গেভিন নিউসাম। সিনেটর ব্রায়ান ডাহেল কে পরাজিত করছেন তিনি। ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন নিউসাম। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তিনি পূর্ণ মেয়াদে গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন না। ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। গর্ভপাত ও অস্ত্র আইনের সমালোচনা করতে রিপাবলিকান সমর্থিত রাজ্যে বিজ্ঞাপন প্রচার করেছেন তিনি। ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হওয়ার আগে নিউসাম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সান ফ্র‍্যান্সিসকোর মেয়র ও মারিনা নেইবারহুডের সিটি সুপারভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির মূল আদর্শ ভোটারদের মধ্যে পৌঁছাতে জোর প্রচারণা চালান। বিভিন্ন রাজ্যে বন্দুক নিয়ন্ত্রন, গর্ভপাত এবং অন্যান্য ইস্যু নিয়ে মোটা অর্থ খরচ করেন। এলএবাংলাটাইমস/ওএম