লস এঞ্জেলেস

রেকর্ড ২.০৪ বিলিয়ন ডলার জ্যাকপট পাওয়ারবল বিক্রি লস এঞ্জেলেসে

বিশ্বে রেকর্ড ২ দশমিক ০৪ বিলিয়ন বা ২০০৪ মিলিয়ন ডলারের জ্যাকপট উইনিং পাওয়ারবল টিকিট বিক্রি হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। মঙ্গলবার কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। ক্যালিফোর্নিয়া লটারি এক টুইটারে জানায়, সিএলটারি প্রথমবারের মতো একজন বিলিওনিয়ার তৈরি করলো। কর্তৃপক্ষ জানায়, আলটাডেনার ওয়েস্ট উডবারি রোডে জো'স সার্ভিস সেন্টারে এ উইনিং টিকিট বিক্রি হয়েছে। আর অন্য যেই তিনটি টিকিটের ৫টি নাম্বার মিলেছে সেগুলো বিক্রি হয়েছে গার্ডেনা, বিয়াওমন্ট এবং স্যান ফ্র‍্যান্সিসকোতে। প্রায় ১০ ঘণ্টা দেরিতে মঙ্গলবার সকালে রেকর্ড ব্রেকিং ২০০৪ মিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপটটির ড্র ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল্টাডেনা গ্যাস স্টেশনে যেখানে উইনিং টিকিট বিক্রি হয়েছে তার মালিক জানান, জয়ী টিকিট কে কিনেছে তা আমরা নিশ্চিত নই তবে আশা করা যাচ্ছে কমিউনিটির কেউই টিকিট কিনে নিয়েছে। ফ্লোরিডা লটারি ড্র স্টুডিওতে ড্র এর ফলাফল হলো, সাদা বলে ১০, ৩৩, ৪১, ৪৭ এবং ৫৬। রেড পাওয়ারবল ১০। এলএবাংলাটাইমস/ওএম