লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার গভর্নর ও অন্যান্য পদে ডেমোক্রেটিকদের জয়

ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদে সহজ জয় তুলে নিয়েছেন গেভিন নিউসাম। তবে রাজ্যের অন্যান্য পদ যেমন কন্ট্রোলার এর মতো পদগুলোর ভোটগ্রহণ এখনও বাকি আছে। রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর চার বছর মেয়াদী শীর্ষ কর্মকর্তা পদে ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল রব বন্টা সাবেক ফেডেরাল প্রসিকিউটর নাথান হোচম্যানকে পরাজিত করেছেন। গত বছর শূন্য পদে গভর্নর গেভিন নিউসাম বন্টাকে মনোনীত করেছিলেন। এলএবাংলাটাইমস/ওএম