লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে রিপ্রেজেনটেটিভ কারেন বেইজ এবং ডেভেলপার রিক কারুসোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত রয়েছে। দুইজনের মধ্যকার ভোটের ব্যবধান দ্রুত কমছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) পর্যন্ত বেইজ কারুসোর থেকে ২ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন। এর আগে এই ব্যবধান ছিল ১২ হাজার।
বৃহস্পতিবার বিকেলে ভোট-বাই-মেইল এর আরও ১ লাখ ৩৪ হাজার ৯৯টি ব্যালট যুক্ত হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৫২ হাজার ১৯২টি ভোট গ্ণনা বাকি আছে।
ভোট সংক্রান্ত পরবর্তী বিস্তারিত জানানো হবে আগামী শুক্রবার বিকেলে। এরপর থেকে চূড়ান্ত ফল না আসা পর্যন্ত প্রতি মঙ্গলবার ও শুক্রবার ভোটের আপডেট প্রকাশ করা হবে।
কারুসো এবং বেইজ দুইজনেরই নির্বাচনে জয় লাভের ৫০ শতাংশ করে সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত ফল প্রকাশ হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
বেইজের কমিউনিকেশন ডিরেক্টর সারাহ লিওনার্ড জানান, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। লস এঞ্জেলেসের বাসিন্দাদের সমর্থনের প্রতিফলণ দেখা যাবে এই ফলে। এর কারণ বেইজ গৃহহীন সমস্যা, জননিরাপত্তা ও জীবন যাপন সহজ করে তুলতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
কারুসোর প্রচার শিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এখনও অনেক ভোট গণনা বাকি আছে। আমরা নির্বাচনে জয় লাভ নিয়ে আশাবাদী। আমরা গৃহহীন সমস্যা আর অপরাধ নিয়ে কাজ করতে উদগ্রীব।
এলএবাংলাটাইমস/ওএম