লস এঞ্জেলেসের মেয়র পদের নির্বাচনে রিপ্রেজেনটেটিভ কারেন বেইজ তাঁর প্রতিদ্বন্দ্বী ডেভেলপার রিক কারুসোর সাথে ২৯ হাজার ২০০ ভোটের ব্যবধান বাড়িয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) লস এঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রার্স অফিস সূত্র এই তথ্য জানিয়েছে।
নতুন প্রকাশিত ফলে দেখা গেছে, এখন পর্যন্ত ৭৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। কারেন বেইজ পেয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৯৪৮ ভোট আর কারুসো পেয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬৭৭ ভোট।
বুধবার পর্যন্ত কারুসো ১২ হাজার ভোটে কারেন বেইজের থেকে এগিয়ে ছিল এবং তখনও আরও ১ মিলিয়ন ভোট গণনা বাকি ছিল। তবে সাপ্তাহান্তের ভোট গণনায় ব্যবধান কমে যায়। বর্তমানে রিক কারুসোকে ভোটের দিকে পিছনে ফেলে এগিয়ে আছেন বেইজ।
তবে এখন পর্যন্ত মেয়র পদে জয়ের আশা ধরে রেখেছেন দুই প্রার্থীই। তবে চূড়ান্ত ফল পেতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে, অথবা সপ্তাহও লেগে যেতে পারে।
আগামী মঙ্গলবার মেয়র পদের নির্বাচন নিয়ে নতুন তথ্য প্রকাশ করবে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম