লস এঞ্জেলেস

স্যান ভ্যালিতে দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

সান ভ্যালির ৫ ফ্রিওয়েতে শনিবার (১৯ নভেম্বর) রাতের বেলা বৃহৎ ব্রাশফায়ারের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইমার্জেন্সি ক্রু। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুনটির নাম দেওয়া হয়েছে পেনরোজ ফায়ার। আর মেজর ইমার্জেন্সি স্ট্যাটাস ইতোমধ্যে জারি করা হয়েছে। ঝড়ো বাতাস, শুষ্ক ঘাস, গাছ এবং অন্যান্য গুল্মলতা এই আগুনের সূত্রপাত ঘটিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ১১০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে হলিউড ফ্রিওয়ে এবং স্যানল্যান্ড বোলেভার্ড এর নর্থবাউন্ড এবং সাউথবাউন্ড লেন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিনির্বাপক দল রাত ৮টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছায়। আগুন ততোক্ষণে গুল্মলতা থেকে ম্যাটাল-ক্লেড ভবনে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের ফলে ফ্রিওয়ে জুড়ে দীর্ঘ যানজট দেখা দেয় ও আকাশে পোড়া বর্জ্র‍্য উড়তে দেখা গেছে। চালকদের এই রাস্তা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে কারণ আগুন নিয়ন্ত্রণে অনেক দেরি হতে পারে। ইতোমধ্যে সান্তা আনা উইন্ডস এর কারণে আসন্ন উইকেন্ড জুড়ে লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম