লস এঞ্জেলেস

করোনা পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

লস এঞ্জেলেসের টারজানায় করোনা সংক্রমণের পরবর্তী মস্তিষ্কে জটিলতা নিয়ে কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি আছে ৩ বছরের একটি শিশু। করোনা আক্রান্ত হয়ে গত দুই মাস আগে সিজে ম্যারকাডো নামের ওই শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। সে কেডার্স সিনাই টারজানা মেডিকেল সেন্টারে ভর্তি আছে। করোনায় সংক্রামক ব্যধি ও মস্তিষ্কের জটিলতায় ভুগছে সে। তার স্বজনেরা জানায় যে সিজের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিশুটির পিতামাতা তাকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানা গেছে। শিশুটির দাদি জানায়, শিশুটিকে আরও কয়েক মাস ধরে চিকিৎসা দিতে হবে। শিশুটির শারীরিক, বাচনভঙ্গি এবং অক্যুপেশনাল থেরাপির প্রয়োজন পড়বে। এছাড়া বাড়িতে শিশুটির বিশেষ যত্ন নিতে তার কিছু মেডিকেল সরঞ্জামের প্রয়োজন হবে। শিশুটির চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য একটি গোফাউন্ডমি পেইজ খুলেছে পরিবার। লিংক: https://www.gofundme.com/f/qxr5c-cjs-recovery?utm_campaign=p_cp+share-sheet&utm_content=undefined&utm_medium=copy_link_all&utm_source=customer&utm_term=undefined এলএবাংলাটাইমস/ওএম