লস এঞ্জেলেস

প্রথম কর্মদিবসেই গৃহহীন সমস্যাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করবেন বেইজ

মেয়র পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার প্রথমদিনই লস এঞ্জেলেসের গৃহহীন সমস্যাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন নব্য নির্বাচিত মেয়র কারেন বেইজ। আগামী তিন সপ্তাহ পর তিনি সিটি হলের শীর্ষ পদে আসীন হবেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, লস এঞ্জেলেসবাসী গৃহহীন সমস্যার দ্রুত সমাধান চায় এবং তিনি এর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন। বেইজ বলেন, আমরা সিটির সবচেয়ে নাজুক গৃহহীন এলাকাগুলো চিহ্নিত করবো এবং তাদের আবাসনের ব্যবস্থা করে দিব। এজন্য জরুরি অবস্থা জারি করা হবে এবং সিটির অন্যান্য এজেন্সিগুলোর সাথে মিলে কাজ করা সম্ভব হবে। তিনি জানান, দায়িত্ব পালন শুরু করার প্রথম দিনই গৃহহীন অবস্থাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হবে। তিনি এই বিষয়ে ইতোমধ্যে বর্তমান কাউন্সিল মেম্বার এবং সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বেইজ জানান যে তিনি সমগ্র লস এঞ্জেলেসের মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ঐতিহাসিকভাবে প্রথম আফ্রিকান নারী মেয়র নির্বাচিত করার জন্য লস এঞ্জেলেসবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কঠোর পরিশ্রম করার প্রত্যয় ব্যক্ত করেন বেইজ জানান তিনি লস এঞ্জেলেসবাসীকে হতাশ করতে চান না। এলএবাংলাটাইমস/ওএম