লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস রিভার থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, আটক পিতা

লস এঞ্জেলেস রিভার থেকে একটি মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির পিতাকে আটক করা হয়। ইংলেউড পুলিশ ডিপার্টমেন্ট জানায়, গত রবিবার (২ ডিসেম্বর) রাতের দিকে একজন নারী শিশু নিখোঁজের ডায়েরি করে। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পুলিশ ওই এন মার্কেট স্ট্রিটে ওই নারীর বাড়িতে যায় ও শিশুটির দাদির সাথে যোগাযোগ করে ও ১ বছর বয়েসী শিশু নিখোঁজের ব্যাপারে নিশ্চিত হয়। তিনি পুলিশকে জানান, তার ২২ বছর বয়েসী ছেলে জেয়ভিয়ন বার্লে তাদের মায়ের কাছ থেকে দুই শিশুকে নিয়ে আসতে থেকে লং বিচে যায়। তবে সে বাড়ি ফেরার সময় একটি শিশু তার সাথে ছিল। সোমবার ইংল্যাউড পুলিশ ও লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট লস এঞ্জেলেস রিভার থেকে লেইলানি ড্রিম বার্লের মৃতদেহ উদ্ধার করে। লং বিচের ওশেন বোলেভার্ড ব্রিজের নিচেই ওই লাশটি উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পরপরই শিশুর পিতা বার্লেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ দায়ের করা হয়। তাকে ২ লাখ ১৫ হাজার ডলার জামিনের বিপরীতে আটক রাখা হয়। বুধবার তাকে আদালতে উপস্থিত করা হবে। এদিকে শিশুটির মা লাইনিশা হাল জানান যে শিশুটির পিতা দুই শিশুর প্রতিই খুব সদয় ছিলেন ও ভালো ব্যবহার করতেন। এই ঘটনায় তিনি অবাক ও মর্মাহত হয়েছেন। কারো কাছে শিশুটির মৃত্যু বিষয়ক কোনো তথ্য থাকলে 310-412-5246 এবং 888-412-7463 নাম্বারে কল করতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম