লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আসন্ন ঝড়, সতর্কতা জারি

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার (৪ জানুয়ারি) আঘাত হানতে যাচ্ছে একটি শক্তিশালী মৌসুমি ঝড়। ইতোমধ্যে দাবানলে পুড়ে যাওয়া এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে যেতে সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, বোম্ব সাইক্লোন বা অ্যাটমোসফেরিক রিভার নামে পরিচিত এই ঝড় সাউথল্যান্ডে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরতে পারে। বুধবার সারাদিনই ঝড়ের প্রভাবে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত হবে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঝরার সম্ভাবনা রয়েছে বৃ্হস্পতিবার সন্ধ্যা বেলায়। পাহাড়ি উপত্যকায় সর্বোচ্চ ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। তুষারপাতের লেভেল ৬ হাজার ৫০০ ফিট পর্যন্ত হতে পারে এবং তাপমাত্রা এই সপ্তাহের শেষে অনেক কমে যেতে পারে। ভারি বৃষ্টিপাতে কিছু অঞ্চলে বন্যা এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া অফিস কর্মকর্তা। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক ওয়ার্ক অফিস বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিম্নোক্ত এলাকায় উচ্ছেদ শংকা সতর্কতা জারি করা হয়েছে: লেক ফায়ার বার্ন স্কার বোবক্যাট ফায়ার বার্ন স্কার এলএবাংলাটাইমস/ওএম