লস এঞ্জেলেস

বিরূপ আবহাওয়ায় সৈকতে সতর্কতা জারি

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসা বোম্ব সাইক্লোনের প্রভাব পরবে লস এঞ্জেলেস কাউন্টিতেও। লস এঞ্জেলেস কাউন্টির সমুদ্র সৈকতগুলোতে ইতোমধ্যে হাই সার্ফ অ্যাডভাইজরি বা উচ্চ স্রোত সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সতর্কতা কার্যকর হবে। প্রায় ৩০ থেকে ৪৫ নটে দক্ষিণি ঝড়ো বাতাস বয়ে যাবে। আর স্রোতের প্রবাহ থাকবে ৫০ নট। ওয়েদার সার্ভিস সূত্র জানায়, সবচেয়ে বেশি স্রোত থাকবে পশ্চিম উপকূলের দিকে। লস এঞ্জেলেস এবং সান্তা বারবারা কাউন্টির সৈকতগুলোতে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত স্রোত বয়ে যাবে। লস এঞ্জেলেস কাউন্টি লাইফগার্ডস এক টুইট বার্তায় জানায়, সার্ফিং করার জন্য ১২ ফুট পর্যন্ত স্রোত বয়ে যাবে। সেক্ষেত্রে সার্ফারদের সতর্ক থাকতে হবে এবং লাইফগার্ড ব্যবহার করতে হবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস নৌযান নিরাপদ বন্দরে রাখতে পরামর্শ দিয়েছেন। সৈকতগামীদের সাগরের গভীরে না যেতে ও পাথুরে পরিবেশে না যেতে পরামর্শ দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। এলএবাংলাটাইমস/ওএম