লস এঞ্জেলেস

ওভারটাইমের অর্থ না দেওয়ায় রেস্টুরেন্টকে জরিমানা প্রায় ২ মিলিয়ন

কর্মীদের ওভারটাইমের অর্থ পরিশোধ না করায় লস এঞ্জেলেসের থাই ফুড রেস্টুরেন্টের একজন মালিককে ১ দশমিক ৬৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) ইউএস ডিপার্টমেন্ট অব লেবর জানিয়েছে, ৮৩ জন রেস্টুরেন্ট কর্মীকে এই অর্থ পরিশোধ করতে হবে প্রাপাই বুনিয়েন্ডি নামের এই রেস্টুরেন্ট মালিককে। সে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওচা ক্লাসিক রেস্টুরেন্টের ছয়টি শাখা এবং ভিম রেস্টুরেন্টের ৮৩ জন কর্মীকে ওভারটাইমের অর্থ থেকে বঞ্চিত করেছেন এবং তথ্য লুকাতে ভুয়া রেকর্ড তৈরি করিয়েছেন। লেবর ডিপার্টমেন্ট জানিয়েছে, কর্মীরা একত্রে ৮ লাখ ২৫ হাজার ৭৭৫ ডলার জরিমানার অর্থ পাবেন। সেসাথে সিভিল পেনাল্টি হিসেবে আরও ৬২ হাজার ১৬৭ ডলার পাবেন। দ্য ফেডারেল এজেন্সি জানিয়েছে, ২০২২ সালে ২২ হাজার কর্মীর ন্যায্য ২৭ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম