লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় এবার ধেয়ে আসছে আরও বড় ঝড়

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহে ধেয়ে আসছে আরেকটি বড় ঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, এবারের ঝড়টি দ্বিতীয় বোম্ব সাইক্লোনের থেকেও বেশি তীব্র হবে। প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যাবে, বন্যার আশঙ্কাও রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার (৯ জানুয়ারি) ও মঙ্গলবার এই ঝড়ের প্রভাবে আবহাওয়া প্রচণ্ড বৈরি হবে। সেই সাথে বয়ে যাবে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টি। লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ভারি বাতাসে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যেতে পারে। এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। সেইসাথে বন্যার শঙ্কাও রয়েছে। উপকূল ও উপত্যকা অঞ্চলে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় চার থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে ৭ হাজার ৫০০ ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল কোস্টে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এবং পাহাড়ি এলাকায় ৬০ থেকে ৭০ মাইল বেগে ঝড়ো বাতাস হয়ে যেতে পারে। সৈকত এবং সমুদ্রে তীব্র ঢেউ বয়ে যাবে বলে সার্ফারদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। একইসাথে যান চলাচলে সমূহ সমস্যার সম্ভাবনাও রয়েছে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম রাজ্যে স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা দিয়েছেন। একই সাথে ফায়ার সার্ভিস ও ক্যালট্রান্সকে সতর্ক থাকতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম