লস এঞ্জেলেস

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ১২ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগ এলাকায় ঝড় আঘাত হানার পর থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। অভিজাত এলাকা মন্টেসিটোর বাসিন্দাদের জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় দিন যাপন করছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিপাতের কারণে সান্টা বারবারার আশপাশের এলাকার বাসিন্দারা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন। আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী সপ্তাহজুড়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে থাকতে হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এখানকার প্রায় ৯০ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ৪০ লাখ মানুষকে বন্যাজনিত সতর্কতায় রাখা হয়েছে। সান্টা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন বলেছেন, অবিরত উচ্চমাত্রার বৃষ্টির কারণে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা এলাকা ছেড়ে যেতে পারবেন না, তাঁদের বাড়ির সবচেয়ে ভেতরের কক্ষে কিংবা উঁচু স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) বলেছে, ১২ ঘণ্টায় ওই অঞ্চলে ৮ ইঞ্চি (২০ সেমি) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এনডব্লিউএস আভাস দিয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক বেশি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ কাউন্টি, স্যান বানাডিনো কাউন্টি মাউন্টেনসসহ লস অ্যাঞ্জেলেসের আশপাশের এলাকায় সংস্থাটি বন্যা সতর্কতা জারি করেছে। স্যাকরামেন্টো উপত্যকাকেও বন্যাজনিত সতর্কতার মধ্যে রাখা হয়েছে। স্যাকরামেন্টো এবং আশপাশের এলাকার স্কুলগুলোয় গতকাল ক্লাস হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (ফেমা) এখন দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে পারবে। এলএবাংলাটাইমস/ওএম