লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে আরও ২টি ঝড়!

অবশেষে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় টানা বৃষ্টি কমলেও খুব শীঘ্র আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদগণ। আবহাওয়াবিদেরা জানান, আরও দুইটি ঝড় ধেয়ে আসছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। শনিবার (১৪ জানুয়ারি) নাগাদ সাউথল্যান্ডে এই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক বুলেটিনে জানান, এই ঝড়ে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে। ফলে ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শনিবার সকাল থেকেই আধা ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উপত্যকা এবং উপকূল অঞ্চলে। আর ফুটহিলস এবং পাহাড়ি এলাকায় দেড় ইঞ্চি থেকে ৩ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরতে পারে। আবহাওয়াবিদেরা জানান, রবিবার (১৫ জানুয়ারি) রাতে দ্বিতীয় ঝড়টি সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রভাব ফেলতে পারে। সোমবার ও মঙ্গলবার রাত পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ভেনচুরা কাউন্টি পাবলিক ওয়ার্কস সূত্র জানায়, গত ২৮ দিনে লস এঞ্জেলেসে ৮ দশমিক ৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম