লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় শীঘ্রই আবারও বৃষ্টিপাত

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শনিবার (১৪ জানুয়ারি) আবারও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন পর্যন্ত এই অঞ্চলে চলতি মাসে ১০ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে হালকা বৃষ্টিপাত ঝরবে এবং রাতের দিকে সেটি ভারি হয়ে রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে। লস এঞ্জেলেস ডাউনটাউনে ন্যুনতম ১ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হবে। পাহাড়ি অঞ্চলে এটি ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃষ্টি হবে। তবে এবারে বৃষ্টির পরিমাণ কম থাকবে। কিছুদিন আগে বৃষ্টিতে বিভিন্ন স্থানে বন্যা হলেও এবার এমন কোনো সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রবিবার ভারি বৃষ্টিপাত থেমে গেলেও সোমবার আবারও বৃষ্টি শুরু হবে। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে সকালে মৃদু বৃষ্টিপাতের ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে ৮০ শতাংশ বৃষ্টি ঝরবে। আর তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৯ ডিগ্রি ফারেনহাইট। এই অঞ্চলে প্রায় তিন কোয়ার্টার ইঞ্চি বৃষ্টিপাত হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে ৫৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বিরাজ করবে সর্বোচ্চ। সকালে মৃদু বৃষ্টিপাত হবে এবং বিকালের দিকে সেটি ভারি হবে, ১ থেকে ২ ইঞ্চি সম্ভাব্য বৃষ্টি হবে। সৈকতে বিকালের দিকে বৃষ্টি হবে এবং তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৯ ডিগ্রি। পাহাড়ি অঞ্চলে ৪৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা বিরাজ করবে। শনিবার ৭ হাজার ৫০০ ফিট পর্যন্ত তুষার পরবে এবং রবিবার ৬ হাজার পর্যন্ত তুষারপাত হবে। মরুভূমি অঞ্চলে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি ফারেনহাইট, প্রায় কোয়ার্টার ইঞ্চি পরিমাণ বৃষ্টি হবে। এলএবাংলাটাইমস/ওএম