লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় অব্যাহত বৈরি আবহাওয়া আরও চলবে

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলতি বৈরি আবহাওয়া রবিবার (১৫ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে ঝড়ো বাতাস, বৃষ্টি এবং তুষার ঝরবে আরও বেশি পরিমাণ। সেইসাথে বন্যা, বিদ্যুৎ বিভ্রাট এবং যান চলাচল ব্যহত হতে পারে। ঝড়টি রাতে আঘাত হেনে সকালে থেমে গেলেও রবিবার বিকাল ৫টা থেকে আবারও ব্যাপক মাত্রায় ঝড় বয়ে যাবে। রবিবার লস এঞ্জেলেসে ১ ইঞ্চির বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ৩ ইঞ্চির বেশি হতে পারে। একইসাথে তুষারপাতের সম্ভাবনা আছে। রবিবার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৬০ ডিগ্রি ফারেনহাইট। সকালে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বিকালে এবং সন্ধ্যায় আধা ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে। উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৬ ডিগ্রি ফারেনহাইট। বৃষ্টি হতে পারে ১ ইঞ্চি পরিমাণ। সৈকতের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬১ ডিগ্রি ফারেনহাইট। সেই সাথে বৃষ্টিপাত ঝরবে ১ ইঞ্চি পরিমাণ। ভারি ঢেউ বয়ে যাবে ও সার্ফাররা ৪ থেকে ১০ ফিট ঢেউ উপভোগ করবেন। পাহাড়ি অঞ্চল এলাকায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৪০ ডিগ্রি ফারেনহাইট। তিন ইঞ্চি বৃষ্টিপাত ঝরবে এবং তুষার হবে ৭ হাজার ফিট। সোমবার এটি কমে হবে ৫ হাজার ফিট। সেইসাথে জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মরুভূমিতে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৩ ডিগ্রি ফারেনহাইট। ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টি ঝরতে পারে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। সোমবারেও একই অবস্থা জারি থাকবে। এলএবাংলাটাইমস/ওএম