লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ মৃত ৩

ক্যালিফোর্নিয়ার গোশেন এলাকায় সোমবার (১৬ জানুয়ারি) সকালে বন্দুক হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ মাস বয়সী শিশু সন্তান ও ১৭ বছর বয়সী মা রয়েছেন। টিউলারে কাউন্টি শেরিফ মাইক বোডরিয়াক্স জানান, হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। তবে হামলা থেকে কয়েকজন বেঁচেও যান। শেরিফ বলেন, হামলা থেকে কয়েকজন কিভাবে বেঁচে ফিরলো তা এখনও নিশ্চিত নয়। শেরিফ অফিস সূত্র জানায়, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে হামলাটি ঘটে। একটিভ শ্যুটিং সিচ্যুয়েশন হিসেবে প্রথমে শেরিফ কাউন্টি অফিসে কল করা হয়। ডেপুটিরা ঘটনাস্থলে তিনজনকে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর আরও তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামলায় ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শেরিফ অফিস জানায়, প্রাথমিকভাবে দুইজন হামলাকারীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। হামলার কারণ হিসেবে শেরিফ জানান, পরিবারকে কেন্দ্র করেই হামলাটি করা হয়েছে। এটি সুনির্দিষ্ট পরিকল্পিত হামলা। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি মাদক সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হতে পারে। এটি কোনো গ্যাং সম্পর্কিত ঘটনা। এর প্রায় এক সপ্তাহ আগেই একই বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছিল পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম