লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস থেকে লন্ডনে মাদক পাচার, ৫ নারীসহ আটক ৯

লস এঞ্জেলেস থেকে লন্ডনে মাদক পাচারের অভিযোগে ৯ আমেরিকান নাগরিককে গ্রেফতার করেছে লন্ডনের আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এঞ্জেন্সি জানিয়েছে, আটক ৯ জনের কাছ থেকে ৬ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের গাঁজা জব্দ করা হয়েছে। লস এঞ্জেলেস থেকে লন্ডনের হিটথ্রো বিমানবন্দরে গাঁজা পাচার করার সূত্র ধরে তাদের আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বহন করা ব্যাগ তল্লাশী করে ৩০ থেকে ৫০ কেজি করে গাঁজা জব্দ করা হয়েছে। জানুয়ারির ১০ তারিখ প্রথম এক যাত্রীর স্যুটকেস তল্লাশী করে ৩০ কেজি গাঁজা আটক করে বর্ডার ফোর্স। এরপর জানুয়ারির ১৩ তারিখ আরেকজনের ব্যাগ থেকে গাঁজা জব্দ করা হয়। এর একদিন পর আরও দুইজনের ব্যাগ থেকে ও এর পর ১৫ ও ১৬ তারিখ আরও দুইজনের কাছ থেকে গাঁজা জব্দ করে বর্ডার ফোর্স। এনসিএ এক বিবৃতিতে জানায়, সর্বমোট ৩৪০ কেজি পরিমাণ হার্বাল গাঁজা আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। আটকদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। তাদের বিরুদ্ধে ক্লাস বি ড্রাগ পরিবহণ এর মামলা দায়ের করা হয়েছে। এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি এনসিএ। তবে সংস্থাটি জানায়, এমন ঘটনা সচরাচর হয়ে থাকে না। একই পথ ব্যবহার করে বিপুল পরিমাণ হার্বাল ক্যানাবিস পাচারের চেষ্টা অস্বাভাবিক। এলএবাংলাটাইমস/ওএম