লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় উচ্চ স্রোত সতর্কতা জারি

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চলগুলোতে চলতি সপ্তাহের শেষে 'হাই টাইড' বা উচ্চ স্রোত সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানায়, উপকূলে ২৫ নটস বেগে ঝড়ো বাতাস হয়ে যাবে আর ১০ থেকে ১২ ফিট ঢেউ উঠবে। সেন্ট্রাল কোস্টে ৬ থেকে ১০ ফিট সার্ফ থাকবে আর লস এঞ্জেলেসের নিকটবর্তী উপকূলে ৪ থেকে ৭ ফিট সার্ফ থাকবে। এনডব্লিউএস জানায়, চলতি সপ্তাহের শেষে এই ঢেউ সর্বোচ্চ আকার ধারণ করবে। সংস্থাটি জানিয়েছে, কোস্টাল ফ্লাডিং এর সম্ভাবনা রয়েছে। সৈকতের নিকটবর্তী নিম্ন অঞ্চলে সমুদ্রের পানি বয়ে যেতে পারে। কিছু অঞ্চল প্লাবিত হতে পারে সতর্ক করে সংস্থাটি জানিয়েছে, ব্যারিকেডের মধ্যবর্তী অঞ্চলের বাইরে চালকদের থাকতে হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম