লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা, মৃত ৭

ক্যালিফোর্নিয়ায় পৃথক দুইটি বন্দুক হামলায় সোমবার (২৩ জানুয়ারি) ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। এর মাত্র দুইদিন আগেই মনটেরি পার্কে বন্দুক হামলায় ১১ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, সান ফ্রান্সিসকোর ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে এলাকায় এই পৃথক বন্দুক হামলা হয়েছে। হামলার অভিযোগে স্থানীয় অধিবাসী ৬৭ বছর বয়সী ঝাও চুনলিকে আটক করা হয়েছে। হামলার দুই ঘণ্টা পর সান মাতেও কাউন্টি শেরিফ অফিসে এসে আত্মসমর্পণ করেন হামলাকারী। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে একটি মাশরুমের খামার থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। এর পরে একটি ট্রাক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়। এখন পর্যন্ত হামলার পিছনের উদ্দেশ্য নিশ্চিত নয় তদন্তকারী দল। সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে হামলাকারী স্থানীয় পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করার পর তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, হামলাকারীর কাছ থেকে একটি সেমি অটোম্যাটিক পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশকে সে তদন্তে সহায়তা করছে। হাফ মুন বে কাউন্সিল মেম্বার ডেবি রুডডক জানান হামলায় মৃতদের সবাই চীনের কৃষি শ্রমিক। কাজজনিত আভ্যন্তরীণ কোনো কোন্দল থেকে হামলাটি হয়ে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম