লস এঞ্জেলেস

সান বার্নার্ডিনো ও রিভারসাইডে উইন্টার স্ট্রম অ্যালার্ট ঘোষণা

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) শনিবার (২৮ জানুয়ারি) সান বার্নার্ডিনো কাউন্টি এবং রিভারসাইড কাউন্টিতে উইন্টার স্ট্রম বা শীতকালীন ঝড় সতর্কতা জারি করেছে। এনডব্লিউএস জানিয়েছে, সতর্কতার আওতাধীন রয়েছে ক্রেস্টলাইন, লেক অ্যারোহেড, বিগ বিয়ার লেক, রানিং স্প্রিংস, রাইটউড অ্যান্ড ইডিলওয়াইল্ড-পাইন কোভ। দুইটি কাউন্টিতেই মঙ্গলবার সকাল থেকে রাত ৭টা বা ১০টা পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। দুইটি কাউন্টিতেই ভারি তুষাতপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সান বার্নার্ডিনো কাউন্টিতে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে ও তুষার জমবে ৩০০০ থেকে ৪০০০ ফিট। ৩ থেকে ৭ ইঞ্চি তুষাতপাত হবে ও তুষার জমবে ৪০০০ থেকে ৬০০০ ফিট। রিভারসাইড কাউন্টিতে ১ থেকে ৪ ইঞ্চি পরিমাণ তুষার পরবে এবং ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ ফিট পর্যন্ত তুষার জমবে। দুইটি কাউন্টিতেই বাতাস বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টাপ্রতি। কিছু অঞ্চলে ৬০ কিলোমিটার ঘণ্টায় ঝড়ো বাতাস বয়ে যাবে বলে জানিয়েছে এনডব্লিউএস। এলএবাংলাটাইমস/ওএম