পেনোরামা সিটিতে চুরি করা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়ায় অপর একটি গাড়ির সাথে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, স্যান ফার্নান্ডো ভ্যালিতে সন্ধ্যা ৮টা থেকে গাড়ি ধাওয়া শুরু করে পুলিশ।
তদন্তকারী দল জানায়, সন্দেহভাজন চালক একটি কালো রং এর পিকআপ ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় ল্যানার্ক স্ট্রিট অ্যান্ড উডম্যান অ্যাভিনিউ এর কাছে একটি সিলভার সাডেন গাড়িকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সেডান গাড়ির চালকসহ আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কিছুদূর পরেই পুলিশ তাকে আটক করে।
আটক ব্যক্তির সাথে একজন নারীও ছিল। দুইজনকে অ্যাম্বুলেস করে হাসপাতালে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক চালক কোনো মাদক গ্রহণ করেছিল। এখন পর্যন্ত কোন মাদক সে গ্রহণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুইটি গাড়ির সংঘর্ষের পর চারদিকে গাড়ির ভাঙাচোরা অংশ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হতাহতদের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম