স্যান বার্নার্ডিনোর মন্টক্লেয়ারে একটি আবাসিক বাড়িতে বন্দুক হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডেপুটি একটি কল পেয়ে র্যামোনা প্লেসের ৪৮০০ ব্লকের বাড়িতে অভিযান চালায়।
ডেপুটিরা ঘটনাস্থলে এসে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতরা হলেন সোনিয়া রামিরেজ (৬৮), জর্জ রামিরেজ (৬৬) এবং ডেভিড রামিরেজ (৪৩)। তারা সবাই মন্টক্লেয়ারের বাসিন্দা।
এখন পর্যন্ত এই ঘটনার বৃত্তান্ত প্রকাশ করতে পারেনি পুলিশ। তবে এটি কোনো মার্ডার-সুইসাইড নয় বলেই ধারণা করা হচ্ছে। এটিকে হত্যাকাণ্ড মনে হলেও এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা বা বৃত্তান্ত জানা সম্ভব হয়নি।
বাড়ির আশেপাশের বাসিন্দারা জানান, তারা সোমবার রাতে গুলির আওয়াজ শুনতে পান। সাধারণত এই এলাকায় গুলির শব্দ সচরাচর শোনা যায় না।
এলএবাংলাটাইমস/ওএম