লস এঞ্জেলেস

গ্যাস বিল কমবে ফেব্রুয়ারিতে: সোক্যাল গ্যাস

চলতি শীতে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ বাসিন্দাকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের জন্য বাড়তি বিল গুণতে হয়েছে। তবে সোক্যাল গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে গ্যাসের বিল কিছুটা কমতে পারে। এক বছর আগের থেকে গ্যাসের মূল্য বর্ধিত থাকলেও জানুয়ারি মাসের রেকর্ড সর্বোচ্চ মূল্য থেকে দাম কিছুটা সহনীয় হবে। দ্য ইউটিলিটি জানিয়েছে, জানুয়ারি মাসের রেকর্ড মূল্য থেকে হোলসেল রেট ৬৮ শতাংশ কমছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি মাসে কেউ বিল ৩০০ ডলার দিয়ে থাকলে একই ব্যবহারে ফেব্রুয়ারিতে বিল হবে ১২০ ডলার। গত বছর ফেব্রুয়ারি মাসে গ্যাসের গড় বিল ছিল ৯৯ ডলার। গ্যাসের বিল কমাতে কর্তৃপক্ষ বাসিন্দাদের বেশকিছু পরামর্শ দিয়েছেন। ১/ থার্মোস্টেটের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমিয়ে রাখলে ১০ শতাংশ হিটিং খরচ হ্রাস পাবে। ২/ দরজা এবং জানালায় ওয়েদার স্ট্রিপিং ব্যবহার করলে ১৫ শতাংশ ব্যয় হ্রাস পাবে। ৩/ ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুলে আরও ১০ শতাংশ খরচ হ্রাস করানো সম্ভব। ৪/ ওয়াটার হিটারের তাপমাত্রা কমিয়ে রাখতে হবে। ৫/ স্পা এবং ফায়ারপ্লেস ব্যবহারে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীলতা কমানো। এলএবাংলাটাইমস/ওএম