লস এঞ্জেলেস

রিভারসাইডে নারীর গায়ে অগ্নিসংযোগ, পলাতক হামলাকারী

রিভারসাইড কাউন্টিতে শুক্রবার (৩ জানুয়ারি) এক নারীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এক দুর্বৃত্ত। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম নিকোলাস নরম্যান (৩৮)। সে বেউমন্টের বাসিন্দা। হামলার শিকার নারীর বন্ধু জানান, নোরম্যান লাইটার ফ্লুইড দিয়ে আগুন ধরিয়ে দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ওই নারীকে ৩৬০০০ ব্লকের কাছে ওলেয়া কোর্টের আরেকটি বাড়িতে নিয়ে যায় হামলাকারী। পুলিশ সকাল ৭টা ৪৩ মিনিটে ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে শরীরের ৩০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। এরপরেই তাকে হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তকারী দল পালো আল্টো অ্যাভিনিউ এর ৬০০ ব্লকের কাছে তদন্ত করে হামলার নমুনা উদ্ধার করেছে। নরম্যানকে এখন পর্যন্ত আটক করা যায়নি। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। কারো কাছে কোনো তথ্য থাকলে
951-769-8500 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম