লস এঞ্জেলেস

ছেলেকে নিয়ে পলাতক মা, খুঁজছে পুলিশ

রিভারসাইডে শনিবার (৪ জানুয়ারি) নিজ ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে খুঁজছে পুলিশ। রিভারসাইড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম সামান্থা হার্নান্দেজ (২৫)। তার ছেলে ৩ বছর বয়সী ইলিয়াস ক্রুজকে নিয়ে পালিয়ে গেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ছেলে ক্রুজকে নিজের জিম্মায় রাখার আইনি অধিকার নেই তার মা সামান্থার। কিন্তু সামান্থা কোনো অনুমতি ছাড়াই শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে আরল্যাঞ্জা থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, হার্নান্দেজ এবং তার ছেলে ক্রুজকে সর্বশেষ লেক স্ট্রিট অ্যান্ড র‍্যান্ডলফ স্ট্রিটের কাছে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সে তার ছেলেকে নিয়ে সান্তা আনা রিভারের দিকে কোনো এলাকায় নিয়ে পালিয়েছে। সামান্থা একজন গৃহহীন নারী। সামান্থা একজন হিস্প্যানিক। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ১৬৫ পাউন্ড। তার চুলের রঙ লাল, চোখ সবুজ। সর্বশেষ তাকে ধূসর জ্যাকেট ও নীল প্যান্ট পরিহিত দেখা গেছে। ছেলে ক্রুজও একজন হিস্প্যানিক। তার উচ্চতা ৩ ফিট এবং ওজন ৪৫ পাউন্ড। তার চুল ও চোখের রঙ বাদামি। তাকে সর্বশেষ কমলা টিশার্ট, ক্যামোফ্লেজ প্যান্ট এবং সবুক ক্যাপ পরিহিত দেখা গেছে। কারো কাছে সামান্থা এবং হার্নান্দেজের সম্পর্কে কোনো তথ্য থাকলে 951-354-2007 নাম্বারে ফোন দিতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম