লস এঞ্জেলেসে রবিবার (৫ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন প্রখ্যাত অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার।
পুলিশ জানিয়েছে, শোয়ার্জনেগার তার গাড়ি দিয়ে বাইসাইকেল দিয়ে ধাক্কা দিয়েছেন। ব্রেন্টউডের স্যান ভিসেন্টে বুলেভার্দ অ্যান্ড বুরলিংগেইম অ্যাভিনিউ এর কাছে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি হয়।
গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত হয়েছে এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সেলিব্রেটি গসিপ সাইট প্রকাশিত ছবিতে দেখা গেছে, যেই গাড়ি বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছেন, সেটির চালক ছিলেন আর্নল্ড।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাইকেল আরোহীর বর্তমান শারীরিক অবস্থা এখনও অজানা। এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী বাইসাইকেল আরোহী হুট করেই আর্নল্ডের গাড়ির সামনে চলে আসে। তাই ব্রেক চাপার কোনো সুযোগ পাননি আর্নল্ড। এখন পর্যন্ত কোনো অপরাধজনিত মামলা করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম