লস এঞ্জেলেস

একাধিক গাড়ির সংঘর্ষে মৃত ২, আহত ১

ওয়েস্টমিনস্টারে সোমবার (৬ জানুয়ারি) একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। কর্তৃপক্ষ জানিয়েছে, উল্টোপথে একটি গাড়ি ঢুকে গেলে দুর্ঘটনায় এই হতাহত হয়েছে। ওয়েস্টমিনস্টার পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, দুপুর ১টায় বিচ বুলেভার্দের ১৪৫০০ ব্লকের কাছে চারটি গাড়ির সংঘর্ষ হয়। ওয়েস্টমিনস্টার পুলিশ প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, একটি বেশ পুরানো মডেলের মিনিভ্যান বিচ বুলেভার্দের সড়কের উল্টো লেনে বেশ দ্রুতগতিতে যাচ্ছিল। এরপরই এটি অন্য তিনটি গাড়িকে ধাক্কা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টি ফায়ার কর্তৃপক্ষ দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই ৮০ বছর বয়েসী মিনিভ্যানের চালকের মৃত্যু হয়। আর ৭০ বছর বয়েসী আরেক বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপর আরেক গাড়ির চালক পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা অজানা। এর বাইরে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারো কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনো তথ্য থাকলে 714-548-3770 এই নাম্বারে তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম