লস এঞ্জেলেস

দুই গাড়ির সংঘর্ষ: মৃত ১, আহত ২

স্যান বার্নার্ডিনো ভ্যালিতে বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে দুই গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভোররাত ৩টা ৪৫ মিনিটে নর্থ বালবোয়া বুলেভার্দের কাছ থেকে তিনজনকে দুমড়ে যাওয়া গাড়িতে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, একটি সাদা কোরভেটে সিগন্যাল অমান্য করে গ্রে হোন্ডা গাড়িকে ধাক্কা দেয়। কোরভেটে গাড়িতে দুইজন যাত্রী ছিল। তাদের স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে। হোন্ডা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা গেছেন। এখন পর্যন্ত হতাহতদের বিষয়ে কোনো বৃত্তান্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম