লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ফিরে আসছে শীতল আবহাওয়া

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সপ্তাহ শেষে অপেক্ষাকৃত বেশ শীতল আবহাওয়া বিরাজ করবে। শনিবার (১১ জানুয়ারি) এবং সন্ধ্যায় আপার লো প্রেশার সিস্টেম এর প্রভাবে আবহাওয়া শীতল হবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, টানা শীতল আবহাওয়ার পাশাপাশি মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে একদম কম। বৃহস্পতিবার এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৭০ থেকে ৮০ ডিগ্রি ফারেনহাইট। শনিবার এবং রবিবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫০ ডিগ্রি ফারেনহাইট এবং ৬০ ডিগ্রি ফারেনহাইট। এনডব্লিউএস জানায়, শনিবার থেকে ঝড়ো বাতাস বয়ে যাবে। বিশেষকরে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। এছাড়া তুষারপাতের পরিমাণ থাকবে ৩৫০০-৪০০০ ফিট। কিন্তু খুব তীব্রভাবে তুষারপাত হবে না। শুক্রবার, ১০ ফেব্রুয়ারি: দিনের বেলায় আকাশ থাকবে মৃদু মেঘাচ্ছন্ন। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৭৭ ডিগ্রি ফারেনহাইট। বাতাস বয়ে যাবে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে। রাতের বেলায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি ফারেনহাইট। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বাতাস বয়ে যাবে। শনিবার, ফেব্রুয়ারি ১১: আকাশ আংশিক মৃদু মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬০ ডিগ্রি ফারেনহাইট। বাতাস বইবে প্রতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। রাতের বেলার আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে। মৃদু বাতাস বয়ে যাবে। শনিবার, ফেব্রুয়ারি ১২: দিনের বেলায় মেঘের ভেতর দিয়ে সূর্য খানিকটা উঁকি দিতে পারে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৫ ডিগ্রি ফারেনহাইট। বাতাস বইবে ঘণ্টা প্রতি ৫ থেকে ১০ কিলোমিটার বেগে। রাতের বেলাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৪২ ডিগ্রি ফারেনহাইট। মৃদু বাতাস বয়ে যাবে। পরবর্তী ৭ দিন ধরে ক্যালিফোর্নিয়ায় শীতল আবহাওয়া বিরাজ করবে। এলএবাংলাটাইমস/ওএম