ক্যালিফোর্নিয়ার করদাতারা শুক্রবার (১০ জানুয়ারি) ইন্টার্নাল রেভিনিউ সার্ভিস থেকে বেশ ভালো একটি খবর পেয়েছেন। দ্য ফেডারেল গভর্নমেন্ট 'মিডল ক্লাস ট্যাক্স রিফাণ্ড' এর উপর কোনো কর ধার্য্য করবে না বলে জানিয়েছে।
এর আগে বেশ কয়েক সপ্তাহ যাবত কর ধার্য্য করার বিষয় নিয়ে ধোঁয়াশা ছিল ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। আইআরএস জানায় কোনো কর ধার্য্য করা হবে না, এটি রিলিফ হিসেবে দেওয়া হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য রাজ্য কর্তৃপক্ষ ২০০ থেকে ১ হাজার ৫০ ডলার পর্যন্ত ১৬ মিলিয়ন সংখ্যক পেমেন্ট করেছে।
আইআরএসের এনরোলড এজেন্ট নোরম্যান গোল্ডেন জানান, ২০২২ ট্যাক্স রিটার্নে আইআরএস কর্তৃক বরাদ্দ মিডল ক্লাস ট্যাক্স রিফাণ্ড উল্লেখ করার প্রয়োজন হবে না। এই প্রদত্ত অর্থের উপর কোনো কর নেই।
কোনো পরিবার যদি ১ হাজার ৫০ ডলার মিডল ক্লাস ট্যাক্স রিফাণ্ড পেয়ে থাকেন আর ট্যাক্স ব্রাকেট যদি ২৫ শতাংশ হয়, তবে ২৫০ ডলার কর বেঁচে যাবে।
এলএবাংলাটাইমস/ওএম