লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস বিমানবন্দরে বিমানের সাথে বাসের সংঘর্ষ, আহত অন্তত ৫

লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে একটি আমেরিকান এয়ারলাইন্স জেট বিমানের সাথে যাত্রীবাহী শাটল বাসের ধাক্কায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। লস এঞ্জেলেস এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, এয়ারপোর্টের দক্ষিণ পাশে জেট বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিওয়ের পার্কিং লটে চলে আসলে এই হতাহত হয়। এয়ারবাস A321 মডেলের বিমানটি যাত্রীতে পূর্ণ না থাকলেও বাসটি যাত্রীবাহী ছিল। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ৪ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ৫ জনকে চিকিৎসা দিয়েছেন প্যারামেডিক্স টিম। বিমানের পাইলট শঙ্কামুক্ত আছেন বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বাসের চালক ও অন্তত দুই যাত্রী শঙ্কামুক্ত বলে জানায় লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। বিমানের একজন ক্রু আহত হলেও তাকে হাসপাতালে নেওয়া যায়নি।

দুর্ঘটনার পর লস এঞ্জেলেস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাটল বাসের সাথে একটি জেট বিমানের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের দ্রুততর তৎপরতায় হতাহতরা শঙ্কামুক্ত রয়েছেন। বিমানবন্দরের অন্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম