সিল বিচে শনিবার (১১ জানুয়ারি) রাতে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অরেঞ্জ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে প্যাসিফিক কোস্ট হাইওয়ে অ্যান্ড মেইন স্ট্রিটের দিকে দুর্ঘটনাটি হয়।
কর্তৃপক্ষ জানায়, দুইটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। উদ্ধারকারী দল এসে হতাহতদের গাড়ির বাইরে থেকে উদ্ধার করে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে দুইটি গাড়ি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে ও বিভিন্ন সরঞ্জাম চারদিকে ছড়িয়েছিটিয়ে থাকে। একটি বাসস্টপের সাথে ধাক্কা খেয়ে একটি গাড়ি সাইডওয়াকে এসে উঠে।
হতাহতদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখনও অজানা।
এই ঘটনা নিয়ে সুষ্ঠু তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে প্যাসিফিক কোস্ট হাইওয়ে অ্যান্ড মেইন স্ট্রিট বন্ধ ঘোষণা করা হয়েছে। অত্র এলাকায় পৌঁছাতে চাইলে বিকল্প সড়ক ব্যবহার করার কথা জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, হিল নেইবারহুডের বাসিন্দাদের ঘরে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং সন্দেহভাজন কিছু দেখলে পুলিশে খবর দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম